স্টাফ রিপোর্টার: চলতি বছর বোরো মরসুমে প্রতিকেজি চাল ৩২ এবং ধান ২৩ টাকা দরে কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৫ মে থেকে ৩১ আগস্ট সরকারিভাবে এই ধান ও চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। গতকাল রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
খাদ্যমন্ত্রী জানান, এবার মোট ১৩ লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৭ লাখ মেট্রিক টন হবে ধান আর ৬ লাখ মেট্রিক টন চাল। গত মরসুমে এক লাখ মেট্রিক টন বোরো ধান কেনা হলেও এবার কৃষকের কথা মাথায় রেখে ৭ লাখ মেট্রিক টন ধান কেনা হবে বলে জানান তিনি। কামরুল ইসলাম বলেন, এ বছর সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। আর মিল মালিকদের কাছ থেকে চাল কেনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি গুদামে বর্তমানে ১১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এসব গুদামের ধারণ ক্ষমতা ২০ লাখ মেট্রিক টন। সভায় অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা সভায় উপস্থিত ছিলেন।