মেহেরপুর অফিস: মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল রোববার রাত ৯ টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নিজ বাসভবনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাশ্বত নিপ্পন, জেলা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লভ ভট্টাচার্য সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধনা প্রাপ্তরা হলেন- মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমঝুপি ইউনিয়ন পিরষদের নব নির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শাহ্ জামান এবং মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আয়ূব হোসেন ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আমাম হোসেন মিলু।