মেহেরপুর অফিস: মেহেরপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারি গম সংগ্রহ অভিযান। গতকাল রোবরার সকাল সাড়ে ১০টায় জেলা খাদ্য গুদাম চত্বরে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। গম সংগ্রহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (অফিসার) আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল প্রমুখ। চলতি বছরের ৩১ মে’র মধ্যে জেলার তিনি উপজেলার কৃষকদের মাঝ থেকে ৫ হাজার ৯৬০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল ওয়াহেদ। ২৮ টাকা কেজি দরে গম ক্রয় করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (অফিসার) আব্দুল ওয়াহেদ।