টিপ্পনী

 

খবর: (গাংনীতে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবলের স্ত্রী গ্রেফতার)

 

ফেনসিডিলের কী যে মোহ

খায় পুলিশের বউ,

মাঝে মাঝে চেখে দেখে

বড্ড সাধু ওও।

 

খায় না কী ছাই বেচে বেড়ায়

যায় না দেখে বোঝা,

পুলিশ হয়ে ফেন্সি খাওয়া

দারুণ মজার সোজা।

 

পুলিশ যদি বউ কে দিয়ে

ফেন্সি করে বহন,

হায়রে কপাল এ সব ব্যাপার

কীভাবে যায় সহন?

 

 

-আহাদ আলী মোল্লা