দামুড়হুদার মুন্সিপুর কমিনিটি ক্লিনিকে বখাটেদের উৎপাত : স্বাস্থ্যকর্মী সামাদ লাঞ্ছিত

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর কমিনিটি ক্লিনিকে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ রোগীসহ এলাকার মানুষ। প্রতিবাদ করায় বখাটেদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন ক্লিনিকে কর্মরত সামাদ।

এলাকাবাসী অভিযোগ করে বলেছে, ক্লিনিকের সামনে দীর্ঘদিন ধরে উৎপাত করছে এলাকার বখাটেরা। এলাকার নায়েবের ছেলে পারভেজ, সিরাজের ছেলে সাদ্দাম, নাসিরের ছেলে ফিরাতুল, মস্তর ছেলে শিপন এবং সিরাজ সর্দ্দারের ছেলে প্রিন্সসহ একটি বখাটে যুবকের দল নেশাগ্রস্ত অবস্থায় আড্ডা দেয়। এ সময় তারা রোগীদের সাথে অশ্লীল আচরণ করে থাকে। গত বুধবার সকাল ১১টার দিকে বখাটে প্রিন্স, শিপন, ফিরাতুল, সাদ্দাম, পারভেজসহ আড্ডা দিতে থাকে। এ সময় ক্লিনিকের কর্মরত কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার আব্দুস সামাদ তাদেরকে নিষেধ করতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। বখাটেদের আইনি ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।