স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার একটি আমবাগানে রনি নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে কয়েক যুবক কুপিয়ে জখম করে।
রনি (২৫) চুয়াডাঙ্গা ফার্মপাড়ার মৃত মহর আলীর ছেলে। সে বর্তমানে চুয়াডাঙ্গা ইসলামপাড়ার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করে। রনি নিজেকে রাজমিস্ত্রি বলে পরিচয় দিয়ে বলেছে, পৌর কলেজপাড়ার ছাগলফার্মের অদূরবর্তী একটি আমবাগানের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় ফার্মপাড়ার সুজন ও কানাপুকুরপাড়ার আসাদসহ কয়েকজন আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করায়। মাত্রাতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শরীরে রক্তও দিতে হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতকাল বিকেলেই তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।
কেন তাকে কুপিয়ে জখম করা হয়েছে? স্পষ্ট জবাব মেলেনি। স্থানীয়দের কয়েকজন বলেছেন, ওই বাগানে গাঁজা সেবনের আখড়া বসে। আহত রনির লোকজন বলেছে, পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।