ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি প্রার্থীর ভাইকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কলীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে আকবর আলী শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে মসজিদে নামাজ পড়ে বের হওয়ার সময় যুবলীগ কর্মীরা তার ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য বমপ্লেক্সে ভর্তি করেছে। আহত আকবর আলী কালীগঞ্জের ত্রীলোচনপুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ শাহজাহান আলীর ভাই।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান মিশন জানান, আকবর আলীর পেছনের বাম দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। বিএনপি প্রার্থী শেখ শাহজাহান অভিযোগ করে বলেন, স্থানীয় এমপি নির্বাচনকে ব্যাপক ভাবে প্রভাবিত করছেন। আওয়ামী লীগের লোকজন গ্রামে গ্রামে হামলা চালিয়ে ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে দিচ্ছে না। হামলার বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিষয়টি তাদের কেউ জানাননি। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচন প্রভাবিত করা বিষয়ে অভিযোগকারী প্রার্থীরা তথ্য প্রমাণ দিতে পারছে না বলে তিনি কোনো ব্যবস্থা নিতে পারেননি। তিনি বলেন, বালিয়াডাঙ্গা গ্রামে বিএনপি প্রার্থীর ভাইয়ের ওপর হামলার বিষয়টি সংশ্লিষ্ট স্ট্রাইকিং ফোর্সকে জানানো হয়েছে।