জীবননগরের সীমান্ত ইউনিয়নে বিএনপির দেড়শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

জীবননগর ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সীমান্ত ইউনিয়ন বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শুক্রবার বিকেলে সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া ইয়ার্ডে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের হাতে ফুলের তোড়া দিয়ে ইউপি সদস্য ইমাদ হোসেন ইমাদ, বিশারত আলী ও আরিফ উদ্দীন মন্টুর নেতৃত্বে তারা যোগদান করেন। সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শুকুরের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জীবননগর পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. বজলুর রহমান, হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবি বিশ্বাস, সাধানার সম্পাদক জসিম উদ্দীন জালাল, আব্দুস সালাম ঈসা, খায়রুল বাসার শিল্পু প্রমুখ।