দর্শনা দক্ষিণচাঁদপুরে সাংবাদিক সাইবুরের বাড়িতে সন্ত্রাসী হামলা
দর্শনা অফিস: দর্শনা দক্ষিণচাঁদপুর স্টেশনপাড়ায় সাংবাদিক সাইবুর রহমানের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ হামলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে সাইবুর ও তার বাবা রক্তাক্ত জখম হয়েছে। মহল্লাবাসী ধাওয়া করে হামলাকারীদের মধ্যে ফরহাদ নামের একজনকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। ফরহাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন সাইবুর রহমান। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে দর্শনা দক্ষিণচাঁদপুর হল্টস্টেশনপাড়ার ফরজ আলী মল্লিকের ছেলে চুয়াডাঙ্গার স্থানীয় একটি দৈনিক পত্রিকার দর্শনা প্রতিনিধি সাইবুর রহমানের বাড়িতে ৪/৫ জন ধারালো অস্ত্রধারি হামলা চালায়।
লোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সাংবাদিক সাইবুর রহমান ও তার বাবা ফরজ মল্লিককে। সাইবুর ও তার পরিবারের সদস্যদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। ধাওয়া করে হামলাকারীদের মধ্যে ১ জনকে আটক করেছে। আটককৃত ফরহাদ দর্শনা আনোয়ারপুর দুধপাতিলা দক্ষিণপাড়ার হোসেন আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। ফরহাদকে গণধোলাই দিলে ফরহাদ সম্প্রতি দর্শনা ডিলাক্সসহ দর্শনা বেশ কয়েকটি স্থানে ডাকাতি ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। সাইবুরকে হত্যা করার উদ্দেশে এ হামলায় নিজেদের ভাড়াটিয়া বলেও জানিয়েছে। ফরহাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ধারালো ছুরি। হামলার সাথে জড়িতদের নাম পরিচয় বলেছে আটককৃত ফরহাদ। পুলিশ ফরহাদের স্বীকারোক্তি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দর্শনা আইসি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম। রাত সাড়ে ১২টার দিকে দর্শনা আইসি পুলিশের এএসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন। এ সময় ফরহাদকে পুলিশের হাতে তুলে দেয় মহল্লাবাসী। এ ঘটনায় সাইবুর রহমান বাদী হয়ে আটককৃত ফরহাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। এদিকে দর্শনা হল্টস্টেশন এলাকার প্রাণকেন্দ্রে এ ধরনের হামলার ঘটনায় গোটা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি তুলেছে মহল্লাবাসী।