গাংনীতে আবারো গলায় সুজি আটকে শিশুর মৃত্যু

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে আবারো গলায় সুজি আটকে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় গাংনী পৌরসভাধীন থানাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর পিতা ধানখোলা গ্রামের প্রবাসী আক্কাস আলী। এর আগে বাওট ও গোপালনগর গ্রামে গলায় সুজি ও সাবু আটকে দুই শিশুর করুণ মৃত্যু হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, প্রবাসী আক্কাস আলীর স্ত্রী লাইলা খাতুন তার শিশু পুত্রকে নিয়ে থানাপাড়ায় তার পিতৃলয়ে বেড়াতে এসেছিলেন। প্রতিদিনের ন্যায় সুজি খাওয়ানোর সময় শিশুটির গলায় আটকে যায়। এতে স্বাস-প্রস্বাস আটকে গেলে দ্রুত তাকে নেয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাগলপ্রায় শিশুটির মা। আদরের শিশু পুত্রকে হারিয়ে তিনি বারবার মুর্ছা যাচ্ছিলেন। নিজের হাতে সুজি খাওয়াতে গিয়ে এমন ঘটনা তাই কোনোভাবেই মেনে নিতে পারছে না তিনি।

এদিকে এর আগে গত ১১ এপ্রিল সুজি খাওয়াতে গিয়ে গোপালনগর গ্রামে আপন মাহমুদ নামের ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। ১৯ এপ্রিল বাওট গ্রামে গলায় সুজি আটকে দেড় বছর বয়সী ইয়ানবী মারা যায়।