গাংনী প্রতিনিধি: আবারো মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মনির পোস্টার ছিড়ে দিয়েছে দুর্বত্তরা। গত বুধবার রাতে পোস্টার ছেড়ার পর বৃহস্পতিবার নতুন করে টাঙ্গানো পোস্টার রাতে ছিড়ে দেয় মুখোশধারী দৃর্বৃত্তরা। এ ঘটনায় মনি ও তার কর্মীরা আতঙ্কে সময় কাটাচ্ছেন। প্রতিকার চেয়ে রিটার্নিং অফিসারের দারস্থ হলেও কোনো সুফল পাননি ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী।
বিএনপি প্রার্থী মনিরুরুজ্জামান মনি জানান, গত বৃহস্পতিবার দিনে তার কর্মীরা মানিকদিয়া ও কেশবনগর গ্রামের বিভিন্ন সড়কের পাশে ও ওলিগলিতে পোস্টার টানায়। রসির সাথে পোস্টার সেঁটে তা টানানো হয় বিভিন্ন গাছের সাথে। বাঁশ পুতেও কিছু কিছু স্থানে পোস্টার টানানো হয়েছিলো। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ৫/৬ জন মুখোশধারী ব্যক্তি বাঁশের লগির সাথে হেঁসো বেঁধে পোস্টারের রসি কাটতে থাকতে। বিষয়টি টের পেয়ে মনির সমর্থকরা জড়ো হয়ে দৃর্বৃত্তরদের প্রতিরোধের চেষ্টা করে। এ সময় তারা পালিয়ে যায়।
গত বুধবার রাতে ওই দুই গ্রামে মনির পোস্টার ছিড়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। পর পর দুই রাতে পোস্টার ছেড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মনি ও তার সমর্থকরা। বিষয়টি বিভিন্নভাবে রিটার্নিং অফিসারকে জানানো হলেও তিনি আইনগত কোনো ব্যবস্থা কিংবা প্রার্থী ও তার কর্মীদের সুরক্ষায় কোনো পদক্ষেপ নেননি। পোস্টার ছেড়ার ঘটনায় আবারো লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে বলে জানান মনি।