আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মহিলা ডিগ্রি কলেজের মীর মহিউদ্দিন ভবনের নামফলক ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মীর মহি উদ্দিন ভবনের নামফলক ভেঙে ফেলে। এ ঘটনায় সাবেক পৌর মেয়র আলহাজ্জ মীর মহিউদ্দিন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
মীর মহিউদ্দিন সাধারণ ডায়েরিতে উল্ল্যেখ করেছেন, তিনি কলেজের প্রতিষ্ঠাতা হিসেবে ইতঃপূর্বে ভবনটি নির্মাণ করেন। তৎকালীন গভর্নিং বডি দান হিসেবে ভবনের নাম তার নামে নামকরণ করেন। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা মীর মহিউদ্দিন ভবন নামফলকটি ভেঙে ফেলেছে। তিনি আরও উল্ল্যেখ করেন, কলেজের নাইট গার্ড ঘটনার রাতে পাহারায় ছিলো। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট।