মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স শেষ পর্যন্ত স্বাক্ষর দিলেন স্ট্যাম্পে!
মুজিবনগর প্রতিনিধি: লোভের টোপে পড়ে এবার বাকিতে দেড় লক্ষাধিক টাকার বিকাশ করে বেকায়দায় পড়েছেন মুজিবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স নারগিস। তিনি অবশ্য বাধ্য হয়েই বাকি টাকা দ্রুত পরিশোধ করবেন বলে স্ট্যাম্পে স্বাক্ষরও দিয়েছেন। যদিও অতো টাকা বাকিতে বিকাশ করার কারণে বিরূপ সমালোচনার মধ্যে পড়েছেন কেদারগঞ্জের সীমা টেলিকমের প্রোপাইটর সুমন।
জানা গেছে, মেহেরপুর গাংনীর চৌগাছার মেয়ে নারগিস মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স হিসেবে কর্মরত। স্থানীয়রা এ তথ্য জানিয়ে বলেছেন, গতরাত ৯টার দিকে সীমা টেলিকমের স্বত্বাধিকারী সুমন জানান, হাসপাতালের নার্স নারগিস খাতুন তার দোকান থেকে ৮টি মোবাইলফোন নম্বরে মোট ১ লাখ ৫৪ হাজার টাকা বিকাশ করিয়েছেন। টাকা দিচ্ছি বলে দাঁড়িয়ে থেকে বিকাশ করলেও পরে টাকা দিচ্ছেন না। পরে শুনি, মোটা অঙ্কের টাকার অফারের লোভে একের পর এক বিকাশ করিয়ে প্রতারিত হয়েছেন। অথচ আমার টাকা দিচ্ছেন না। সুমন ওই সেবিকাকে দোকানে বসিয়েও রাখেন। উত্তেজনাও দানা বাধে। বাকিতে অতো টাকা বিকাশ করার বিষয়টিও সন্দেহের মধ্যে পড়ে। এক পর্যায়ে সেবিকা নারগিস হাসপাতালে ফেরেন। রাত ১২টার দিকে পুলিশসহ স্থানীয় কিছু দায়িত্বশীল ব্যক্তিকে সাথে নিয়ে নার্স নারগিসের নিকট থেকে স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছেন। বৃহস্পতিবারের মধ্যে টাকা দিতে বাধ্য করার জন্যই স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।