দামুড়হুদা প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী বাছাই সংক্রান্ত মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দামুড়হুদা বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহসভাপতি কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জেল হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাধারণ সম্পাদ সাইদুর রহমান লিপু, দামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম বিপ্লব, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গনি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাস প্রমুখ। সভায় জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বর্তমান চেয়ারম্যান ইদ্রিস আলীকে বিএনপির দলীয় একক প্রার্থী ঘোষণা করা হয়। একই ইউনিয়নে অপর দু চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান লিপু এবং খালিদ মাহমুদ মিল্টন ইদ্রিস আলীকে সমর্থন জানিয়েছেন। এছাড়া আগামী শনিবার থেকে যথাক্রমে পারকৃষ্ণপুর-মদনা, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, হাউলী ও দামুড়হুদা সদর ইউনিয়নে কর্মিসভার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে দলীয় একক প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত গৃহীত হয়।