ছেলে সন্তানের বাবা হলেন গেইল

 

মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারের মতো বাবা হলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইল। তার বান্ধবী নাতাশা বেরিজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর এই খবর পেয়ে মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ভারত ত্যাগ করেন গেইল। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে গেইল লিখেছেন, ‘আমি আসছি।’ দেশে ফেয়ার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দুইটি নিশ্চিতভাবে খেলতে পারবেন না গেইল।