ষড়যন্ত্রমূলক মামলা থেকে রুস্তমকে মুক্তির দাবিতে দর্শনায় মানববন্ধন কর্মসূচি পালিত

 

দর্শনা অফিস: ইয়াং স্টার ক্লাবের সদস্য রুস্তম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এ মামলা থেকে মুক্তির দাবি তুলেছে মহল্লাবাসী। রুস্তমকে মুক্তির দাবিতে দর্শনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। দর্শনা হল্টস্টেশনপাড়ার নুরুল ইসলামের ছেলে রুস্তম আলীকে গত ১৪ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে স্টেশন চত্বর থেকে আটক করে দর্শনা নিমতলা বিজিবি সদস্যরা। রুস্তমকে ফেনসিডিলসহ আটকের দাবি বিজিবির পক্ষ থেকে করা হলেও পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে অন্য কথা। আটককৃত রুস্তম ও তার পরিবারের সদস্যরা দাবি করে বলেছে, বিজিবির অভিযানের ছবি ক্যামারাবন্দি করার অপরাধেই বিজিবি সদস্যরা তাকে আটক করে ফেনসিডিলসহ মামলা দায়ের করেছেন। স্থানীয়রা রুস্তমের অবিলম্বে মুক্তির দাবি তুলেছে। ষড়যন্ত্রমূলক মামলা থেকে রুস্তমকে মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা হল্টস্টেশন এলাকায় মানববন্ধন কর্মসুচি করা হয়েছে। এ সময় রুস্তমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার দাবি তুলেছেন বক্তারা।