পলেস্তারা খসে ফাটলো রোগীর মাথা!
স্টাফ রিপোর্টার: মাগুরা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দার ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগী ও তার মা আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার দো-সতিনা গ্রামের সাবিনা বেগম (৪২) ও তাঁর ছেলে সাব্বির হোসেন (১৮)। সাবিনা ও সাব্বির বলেন, গ্রাম্য সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে সাব্বির তিন দিন আগে সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। ওয়ার্ডের ভেতরে আসন না থাকায় বারান্দায় থাকতেন তিনি। গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে তাদের গায়ে পড়ে। এ সময় সাব্বিরের মাথা ফেটে যায়। মা সাবিনা বেগমও আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুক্তাদির রহমান বলেন, হঠাৎ করে বারান্দায় ছাদের পলেস্তারা খসে পড়ে মা-ছেলে আহত হন। ছেলের মাথায় সেলাই দেয়া হয়েছে। তবে মায়ের আঘাত সামান্য। দুজনই হাসপাতালে ভর্তি আছেন।
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মৃতদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রমিজ কেরানী পাড়ায় একই রশিতে ঝুলন্ত অবস্থা থেকে হোসনে আরা বেগম (২৫) ও তার শিশুপুত্র জাহেদুল ইসলামের (১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আজ দুপুরের দিকে হঠাৎ করে ঘরের ভিতর থেকে চিৎকারের শব্দ শুনে বাড়ির লোকজন ছুটে আসেন। এ সময় দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের খবর দিলে তারা এসে দরজা ভেঙে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলেকে দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মো. ইয়াছিন, শ্বশুর ও দেবর পলাতক রয়েছেন। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জের ধরে ছেলেকে নিয়ে মা আত্মহত্যা করেছেন। গত ৬ বছর আগে ইয়াছিনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় হোসনে আরার। তাদের মধ্যে কলহ চলে আসছিলো। কলহের কারণে প্রায়ই হোসনে আরাকে নির্যাতন করতেন তার স্বামী। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিস হয়েছে।
পিরোজপুরে বিদ্যুতস্পৃষ্টে আইনজীবী সমিতির সভাপতির মৃত্যু
স্টাফ রিপোর্টার: জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ্র কুমার রায় চৌধুরী (৫৭) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পিরোজপুর শহরতলীর রায়েরকাঠী এলাকায় নিজ বাড়িতে ফ্রিজের বিদ্যুত লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের দুই কর্মী নিহত
স্টাফ রিপোর্টার: নাটোরের সিংড়ায় যাত্রীবাহী একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাকের দুই কর্মী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সিংড়ার জোড়ব্রিজ এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালাল উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (২৮)। হাবিবুর ব্র্যাকের বামিহাল শাখায় হিসাব কর্মকর্তা ও ইসমাইল প্রোগ্রাম সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বলেন, বিকেল পাঁচটার দিকে সিংড়া উপজেলা সদরে কাজ শেষে মোটরসাইকেলে করে বামিহালে ফিরছিলেন হাবিবুর ও ইসমাইল। এ সময় জোড়ব্রিজ এলাকার নাটোর-বগুড়া মহাসড়কে দিবারাত্রি নামে যাত্রীবাহী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে ওই দুজনের মৃত্যু হয়।
সুইজারল্যান্ডে তুষারচাপায় স্নোবোর্ডিং চ্যাম্পিয়ন নিহত
মাথাভাঙ্গা মনিটর: সুইজারল্যান্ডে তুষারচাপা পড়ে নিহত হয়েছে দেশটির সাবেক স্নোবোর্ডিং চ্যাম্পিয়ন মারা গেছেন। এস্তেলে বালে ২০১৫ সালে ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়ন। গত বছরে ফ্রি রাইড ওয়ার্ল্ড ট্যুরের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড করেন ২১ বছর বয়সী ব্যালে। পুলিশ জানায়, ব্যালে মঙ্গলবার তুষারঝড়ের কবলে পড়া দ্বিতীয় ব্যক্তি। তৎক্ষণাত তাকে বরফ থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। ১০ বছর বয়স থেকেই ব্যালে স্নোবোর্ডিং করতেন।
ভারতে ব্যস্তসড়কে পুলিশের সহযোগিতায় নবজাতক ভুমিষ্ঠ
মাথাভাঙ্গা মনিটর: ভারতের হায়দ্রাবাদের একটি ব্যস্ত সড়কে একটি শিশুর জন্ম হয়েছে। গতকাল মঙ্গলবার রাস্তায় ধাত্রীর দায়িত্ব পালন করে শিশুটির জন্মদানে সহযোগিতা করেছেন শহরের এক দল নারী পুলিশ। দুপুরের দিকে একটি ফোন পান পুলিশ ইন্সপেক্টর ভিম রেড্ডি। তাকে বলা হয়, এক গর্ভবতী নারীর সাহায্য প্রয়োজন। তখন দ্রুতই পুলিশের একটি দল পাঠান। টিমে কয়েকজন নারী কনস্টেবলও ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে ওই নারী কনস্টেবলরা বুঝতে পারেন ওই গর্ভবতী নারীর প্রসবের সময় হয়ে এসেছে। হাসপাতালে নেয়ার মতো অবস্থা আর নেই। তাই সময় নষ্ট না করে তারা শাড়ি ও বিছানার চাদর দিয়ে গোপনীয়তা রক্ষার অস্থায়ী ব্যবস্থা করেন। সেখানেই শিশুটির জন্ম হয়। কনস্টেবলদের ওই দলে ছিলেন সারদা, শোভা, জয়তি ও দিব্যা নামের চার পুলিশ সদস্য। নবজাতক শিশু ও প্রসূতি মাকে কিছুক্ষণের মধ্যেই নিকটস্থ একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ। তারা দুজনেই এখন সুস্থ আছেন।
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ৩২৯ জন আহত হয়েছে। আত্মঘাতী হামলার পরে এক বন্দুকধারী এলাকায় গোলাগুলি এবং এখনও সেটি অব্যাহত আছে। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছে, হামলাটি তারা চালিয়েছে। গত সপ্তাহে তালেবান বসন্তে বড় ধরনের আক্রমণের হুমকি দেয়ার পরে এই হামলার ঘটনাটি ঘটলো। মঙ্গলবারের এই হামলা সকালের ব্যস্ততম সময়ে পুল এ মাহমুদ এলাকায় হলো যেখানে ব্যবসাস্থল, বাড়ি মসজিদ রয়েছে। ঘটনাস্থলের খুব কাছেই অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর ঘাটি। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিলো যে এক কিলোমিটার দূরে অবস্থিত কাঁচের জানালাও ভেঙে গেছে। স্থানীয় এক পুলিশ জানিয়েছেন, এটা তার শোনা সবচেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ কারণ এর পরে ২০ মিনিট তিনি কিছুই দেখতে ও শুনতে পাচ্ছিলেন না।
পানামা পেপার্সে আটকে গেছেন অমিতাভ?
মাথাভাঙ্গা মনিটর: পানামা পেপার্সে নাম আসায় বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রচারাভিযান ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার বিষয়টি থমকে গেছে। চলতি মাসের মধ্যে এ নিয়ে চুক্তি হবে বলে জানা গেলেও বিষয়টি তেমন এগোচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে লিখেছে, অমিতাভের বিষয়টি নতুন করে ভেবে দেখা হচ্ছে। তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে- ইনক্রেডিবল ইন্ডিয়ায় অমিতাভ বচ্চনের আসা পানামা খালে আটকেছে? ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া একটি ইংরেজি দৈনিক লিখেছে, আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়া হয়নি। তবে যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে, এক করস্বর্গে নিবন্ধিত দুটি শিপিং ফার্মের সাথে বচ্চনের কথিত যোগাযোগের খবরে তার মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।