জীবননগরের মুক্তিযোদ্ধা কালামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালামকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল মঙ্গলার জীবননগর শাপলাকলি স্কুলমাঠে প্রথম ও বালিহুদা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোশাররফ হোসেন মিয়া, রাজনীতিক হাজি সাইদুর রহমান ধুন্দু, কাজী বদরুদ্দোজা ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম ছাত্তার প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে রাষ্ট্রের পক্ষে ইউএনও নূরুল হাফিজ ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার সামসুল আলম ছাত্তার কফিনে পূষ্পমাল্য অর্পণ করেন। মুক্তিযোদ্ধা আবুল কালাম স্ট্রোকে আক্রান্ত হয়ে গত সোমবার বিকেলে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।