প্রফেসর ড. মেহেদী সেন্টার ফর হিউম্যান রাইটস’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত

 

স্টাফ রিপোর্টার: সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোসাল ডেভালপমেন্ট’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদী। এ পদে নির্বাচিত হওয়ার পর ড. মেহেদী চুয়াডাঙ্গাসহ দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গার কৃতী সন্তান প্রফেসর ড. মহাবুব হোসেন মেহেদী মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীনতা সংস্কৃতি সংসদ, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ, সেভ দি কপল ইন্টারন্যাশনার, সেফটি বাড ইন্টার ন্যাশনার, মেন্ডেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আমেরিকান-বাংলাদেশ মৈত্রী সমিতিসহ বহু আন্তর্জাতিক ও বংলাদেশের সংগঠনের প্রেসিডেন্ট। তিনি নববর্ষ ১৪২৩ বঙ্গাব্দ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বাসী তথা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।