দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস

 

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস দামুড়হুদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। তিনি গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমকে সাথে নিয়ে বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে মুক্তিযুদ্ধবিষয়ক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে দেখায়। এছাড়া তিনি বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নেন এবং লেখাপড়ার মানসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতাসহ অবকাঠামোগত সমস্য সমাধানেরও প্রতিশ্রুতি দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দীন, অভিভাবক-শিক্ষক অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক বখতিয়ার হোসেন বকুলসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে তিনি দামুড়হুদা মডেল থানা পরিদর্শন করেন।