কুষ্টিয়ায় সরকারের সাফল্য নিয়ে ব্রিফিং

 

কুষ্টিয়া প্রতিনিধি: বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রম বিষয়ক এক প্রেসব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। গতকাল সোমবার বিকেল ৫টার সময় মিরপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সহসভাপতি কাঞ্চন কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তৌহিদুজ্জামান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী তথ্য অফিসার আমিনুল ইসলাম, মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সহসভাপতি অধ্যাপক আব্দুস সালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক হুমায়ন কবীর হিমু, সদস্য আব্দুল মজিদ জোয়ার্দ্দার, সাংবাদিক হাফিজুল ইসলাম পর্বত, জাহিদ হাসান প্রমুখ। উল্লেখ্য, আজ মঙ্গলবার মিরপুর উপজেলায় নবাব সিরাজ-উদ-দৌলা কলেজে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা এক বিশেষ প্রচার অনুষ্ঠিত হবে।