মহেশপুরে ব্র্যাক স্বাস্থ্য বিষয়ক মিডওয়াইফ পরিচিতি সভা

 

মহেশপুর প্রতিনিধি: গতকাল সোমবার সকালে মহেশপুর ব্র্যাক অফিসের ট্রেনিংরুমে স্বাস্থ্য বিষয়ক মিডওয়াইফ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি কর্তৃক আয়োজিত শিশু ও মাতৃ মৃত্যুরোধে ব্র্যাক ইউনিভার্সিটির অধীনে ডেভলপিং মিডওয়াইফস প্রজেক্টের (উগচ) আওতায় ৩ বছর মেয়াদী মিডওয়াইফয়ারি কোর্স সমাপ্তকারী মিডওয়াইফের অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তাহাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সপেক্টর ঈসা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শারমিন সুলতানা, রাবেয়া খাতুনসহ ১২ জন সরকারি কর্মকর্তা, দুইজন সংবাদকর্মী, তিনজন এনজিও কর্মকর্তা।