জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। গতকাল সোমবার বিকেলে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেশ কিছু দিন ধরে তিনি হার্টের অসুখে ভুগছিলেন। গতকাল দুপুরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার করেন।
জীবননগর উপজেলার বালিহুদা গ্রামের মৃত হারেজ মণ্ডলের ছেলে আবুল কালাম দীর্ঘদিন ধরে জীবননগরে আড়ত ব্যবসা পরিচলনা করেন ও শাপলাকলিপাড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মেজ ছেলে ফয়সাল খবির ডিসকভারি ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বালিহুদা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বালিহুদা কবরস্থানে তাকে দাফন করা হবে বলে মরহুমের ছেলে মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী ফখরুল কবির জানিয়েছেন।