স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হাট-বাজার ব্যবস্থাপনা, নিরাপদ সড়ক ও জেন্ডার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। টেকসই পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (শ্রীপ) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গতকাল সোমবার দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। এলজিইডি চুয়াডাঙ্গা মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজিমুল হক। এলজিইডি চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক হারুন অর রশিদ। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন শ্রীপ প্রকল্পের স্থানীয় সরকার বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জেন্ডার বিশেষজ্ঞ ফাতেমা-তুজ-জাহা ও নিরাপদ সড়ক চাই’র ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল। কর্মশালাটি সমন্বয় করেন এলজিইডি চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী প্রকৌশলী এফএম খায়রুল ইসলাম ও সহকারী প্রকৌশলী নওশাদ জামান। কর্মশালায় কোরআন তেলাওয়াত করেন উপসহকারি প্রকৌশলী আকমল হোসেন ফারুক।
কর্মশালায় এলজিইডিতে কর্মরত উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, ইউপি চেয়ারম্যান, উপকারভোগী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথি আজিমুল হক বলেন, নারী ও পুরুষের অধিকার সমান। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে না। এজন্য মানসিকতার পরিবর্তন করতে হবে।