ঝিনাইদহ অফিস: হরতালে সহিংসতার মামলায় ঝিনাইদহে চার বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল তেকে দুপুর পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মনিরুল ইসলাম, রবজেল মণ্ডল, গোলাপ মিয়া ও মিল্টন হোসেন।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর হরতাল চলাকালে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ বিএনপিকর্মীরা শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে চার বিএনপিকর্মীকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত এক সপ্তায় এ ঘটনায় বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।