আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা নওদাদুর্গাপুর দাড়ির মাঠে পূর্বশত্রুতার জের ধরে দুই দিনে জামালের ২৬ কাধি কলা কেটে দিয়েছে। প্রথম দিনে ৭ কাধি ও গতপরশু ১৯ কাধি কলা কেটে ফেলে রেখে যায়। পরপর দু দিনে জামালের কলার জমিতে শত্রুতা করে এ কলা কেটেছে বলে জানিয়েছে জামালের ভাই বিল্লাল মাস্টার।
জানা গেছে, উপজেলা নওদাদুর্গাপুর গ্রামের মৃত আইজদ্দিন মন্ডলের ছেলে জামাল গ্রামের দাড়ির মাঠে ১ বিঘা জমিতে কলা চাষ করেছে। গত দুই-দিন আগে পূর্ব শত্রুতার জের ধরে ৭ কাধি কলা কেটে ফেলে রেখে যায়। গত পরশু রাতে আবারও ১৯ কাধি কলা কেটে ফেলে রেখে যায়। সকালে মাঠ থেকে জামালকে খবর দিলে জামাল দ্রুত কলার জমিতে ছুটে যায়। গিয়ে দেখতে পায় ১৯টি কলার কাধি কেটেছে। সে কাধির কলা গুলো এখনও পুষ্ট হয়নি। জামালের ভাই বিল্লাল মাস্টার বলেন, শত্রুতা করে আমার ভাইয়ের কলার জমিতে কেবা কারা কলার কাধি গুলো কেটেছে তা জানতে পারিনি। তবে গত দুই দিতে আমার ভাইয়ের গড়ে ১০/১২ হাজার টাকার কলা নষ্ট করেছে।