দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মহিলাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মহিলা নুরজাহানের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার দুপুর দুটোর দিকে দর্শনা আইসি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন টাউয়ারপাড়ার নুরু বাইলধারার মেয়ে নুরজাহানের বাড়িতে। পুলিশ ওই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে ১০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে নুরজাহানকে (৩০)। এসআই মনির হোসেন বাদী হয়ে গতকালই নুরজাহানের বিরুদ্ধে দামুড়হুদা থানায় দায়ের করেছেন মামলা। উদ্ধারকৃত ফেনসিডিলের সংখ্যা নিয়ে উঠেছে প্রশ্ন। বিষয়টি খতিয়ে দেখার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।