স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও যশোরসহ পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে প্রবাহমান দাবদাহ অব্যাহত রয়েছে। ব্যারোমিটারের পারদ গত কয়েকদিনের তুলনায় গতকাল অনেকটা নিচে নামলেও অস্বস্তির মাত্রা বেড়েছে। ভ্যাপসা গরমে দেদারছে ঘেমে মানুষ ক্লান্ত হয়ে পড়ছে প্রাণিকূল। হিটস্ট্রোকে অনেকেই আক্রান্ত হচ্ছেন, তাদের কারো কারোর ঠাই মিলছে হাসপাতালে। গতকালও জীবননগর উপজেলায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে গতকাল ভর্তি হয়েছেন ৩৭ জন রোগী। এর মধ্যে ২০ জনই গরম জনিত রোগে আক্রান্ত।
ভ্যাপসা গরমে যখন একের পর এক মানুষ অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন তখন হাসপাতালের অভ্যন্তরের কী অবস্থা? তা জানতে ওয়ার্ডগুলো পরিদর্শনে পাওয়া গেছে ভয়াবহ চিত্র। ৬ ওয়ার্ডে মোট ৬০টি বৈদ্যুতিন পাখা। সিলিঙে ঝুলন্ত অবস্থায় ৪৮টি। এর মধ্যে ১০টি ঘোরে না। ১২টি ঘুরলেও বাতাস হয় না। বাকিগুলোতে অবশ্য বাতাসের ছোঁয়া মিললেও তাতে রোগীদের নাভিশ্বাস কাটে না। দশা দেখে হাসপাতালের একাধিক রোগী ও রোগীর লোকজন বললেন- বিদ্যুত আছে, বৈদ্যুতিন পাখাও আছে, নেই শুধু বাতাস। এতেই বোঝা যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের কতোটা কষ্টে থাকতে হয়।
জানা গেছে, চলতি মরসুমে দেশের সের্বোচ্চ তাপমত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। এরপর তাপমাপার যন্ত্রের পরদ ধীরে ধীরে নিচে নামলেও বাতাসে আর্দ্রতা হ্রাসে বেড়েছে অস্বস্তি। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৬ দশমিক ৮ আর চুয়াডাঙ্গায় ছিলো সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৭ ডিগ্রি সেলসিয়াস।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলর ওপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে চলেছে। তাপপ্রবাহের কবলে পড়ে প্রাণিকূল অতিষ্ঠ। এ অবস্থার মধ্যে কৃষি ক্ষেতে কাজ করাকালে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে খয়েরহুদার কৃষক আব্দুল ওহাব (৬০) মারা গেছেন। প্রচণ্ড গরমের মধ্যে ক্ষেতে কাজ করার সময় তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন। গতকালই হাসপাতালে আনার পথে তিনি মারা যান।
জানা যায়, জীবননর উপজেলার খয়েরহুদা দক্ষিণপাড়ার মৃত বাশি মণ্ডলের ছেলে আব্দুল ওহাব গতকাল দুপুরে তার কৃষিক্ষেতে কাজ করছিলেন। কাজ করাকালে দুপুরে তিনি হঠাত অসুস্থ পড়েন। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পথিমধ্যে তিনি মারা যান। উথলী ইউপি সদস্য খয়েরহুদার বজলুর রহমান টুটু কৃষক ওহাবের হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করেছেন।
অপরদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং পাবনা, বগুড়া ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আদর্ধতা ছিলো ৬৬ শতাংশ।