স্টাফ রিপোর্টার: আগামী ২২ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চুয়াডাঙ্গা আসছেন। তার এ সফরকে সফল করতে চুয়াডাঙ্গায় নানা প্রস্তুতি নেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে চুয়াডাঙ্গার জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, উপ-পরিচালক (ভার.) স্থানীয় সরকার চুয়াডাঙ্গা ও অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাজি আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি আজাদ মালিতা, সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ নেতা অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফসর মো. কামরুজ্জামান, সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ, অবসরপ্রাপ্ত প্রফেসর আব্দুল মোহিত, সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রিচার্ড রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাইদ, প্রমুখ।
সভায় আগামী ২২ এপ্রিল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজের মুক্তমঞ্চে এ জেলার শিক্ষার মানোন্নয়নে জেলার শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সূধীজনদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে জেলা পরিষদসূত্রে জানা যায়। এরপর তিনি দুপুরের মধ্যহ্ন ভোজ শেষ করে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করবেন এবং একই দিন বিকেলে এ জেলার আটজন শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত শেষে দর্শনাস্থ কেরুজ চিনিকল পরিদর্শন শেষে রাতের খাওয়া শেষে চুয়াডাঙ্গার সার্কিট হাউজে রাত্রি যাপন করবেন। পরদিন ২৩ এপ্রিল তিনি বিমান যোগে ঢাকার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন।