গাংনী প্রতিনিধি: ৬ বোতল ফেনসিডিলসহ মঞ্জুরা খাতুন (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। গত সোমবার রাতে গাংনীর দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বামী জাহাঙ্গীর আলম একজন পুলিশ কনস্টেবল হিসেবে ঢাকায় কর্মরত বলে জানা গেছে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল মঞ্জুরা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গতকালই তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মঞ্জুরা ও তার পরিবারের লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী জাহাঙ্গীরের সাথে তার দাম্পত্য কলহ চলে আসছিলো। এরই জের ধরে মঞ্জুরা জাহাঙ্গীরের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।