দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর ডাক্তারপাড়ার খাজা সাহেবের ছোট ভাই নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মৃত হাজি আবুল কাশেমের ছেলে বীর মুক্তিযোদ্ধা খাজা জামাল উদ্দীন আফগানি ওরফে ঝনু মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জয়রামপুর ডাক্তারপাড়াস্থ নিজ বাড়িতে মারা যান তিনি। ঝনু মিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেলা সাড়ে ৫টায় গার্ড অব অনার শেষে রাষ্টীয় মর্যাদায় বটতলা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এর আগে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আছির উদ্দীন বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করে। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।