ঝিনাইদহে ৩ জামায়াত কর্মীকে এবার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের একটি আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এবার ৩ জামায়াত নেতা কর্মীকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন, ঝিনাইদহ শহর জামায়াতের আমির নতুন কোর্টপাড়ার মৃত আব্দুস সাত্তারের ছেলে আতিকুর রহমান, ঝিনাইদহ সদর উপজেলার মাগুরাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হাফিজুর রহমান ও একই গ্রামের আলী হোসেনের ছেলে আলমগীর হোসেন।

হাফিজের ভাই তৌফিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গতকাল বুধবার বেলা ২টার দিকে মামলার হাজিরা দিয়ে কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় কোর্টের বাইরে অপেক্ষমান ডিবি পরিচয়ের লোকজন তাদেরকে ইজিবাইক থেকে নামিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। তবে এ বিষয়ে ঝিনাইদহ ডিবির পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না।