চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নতুন-পুরাতনের সমন্বয়ে পদ পদবিতে রদবদলের নতুন অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও মতবিনিময়সভা

 

স্থানীয় উন্নয়নে ও সাংগঠনিক ভিত আরো মজবুত করার লক্ষ্যে কমিটি যথাযথ ভমিকা রাখবেন বলে আশাবাদ

স্টাফ রিপোর্টার:  চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নবগঠিত ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির (২০১৬-২০১৯) সাথে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় শহরের হোটেল রয়েল ব্লুতে কমিটির উপস্থিত নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।  নতুন-পুরাতনদের নিয়ে পদ পদবীতে ব্যপাক রদবদলের নতুন অনুমোদিত কমিটি উপস্থাপনের সময় সকলে এ কমিটিকে স্বাগত জানান। পরিচিতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহতাব উদ্দিন, রফিকুল ইসলাম ও শাহ আলম সনি প্রমুখ।

চুয়াডাঙ্গা জেলা সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেন, নতুন পুরানো নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠণ করা হয়েছে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো প্রকার কাটছাট ছাড়াই কমিটি অনুমোদন করেছেন। আগামী দিনগুলোতে স্থানীয় উন্নয়নে এ কমিটি যথাযথ ভূমিকা রাখবেন বলে সভাপতি আশা প্রকাশ করেন। তিনি সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদারে সকলের সর্বাত্মক সহযোগিতাও প্রত্যাশা করে বলেন, আমরা দেশের জন্য কাজ করে যচ্ছি। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অনন্য দৃষ্টান্তস্থাপন করে চলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে।

৭১ সদস্যের পূর্ণাঙ্গ অনুমোদিত কার্যকরি কমিটিতে সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সহসভাপতি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, সহসভপতি মুন্সী টিপু সুলতান পান্না, সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, সহসভাপতি মোশারফ হোসেন, সহসভাপতি নাসির উদ্দীন আহম্মেদ, সহসভাপতি খুস্তার জামিল, সহসভাপতি রহমত উল্লাহ ও সহসভাপতি অ্যাড. আব্দুর রশিদ মোল্লা। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহা, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাভলু, আহনি বিষয়ক সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, তথ্য ও গবেষণা সম্পাদক কায়ছার আহমেদ বাবলু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, দফতর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদুল্লাহ খাঁন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা জামান পলি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মালিক, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, শ্রম সম্পাদক মাসুদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাহবুব হোসেন মেহেদী, সাংগঠিনক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাংগঠনিক সম্পাদদক মাসুদ উজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, উপদফতর সম্পাদক শরীফুল ইসলাম সোহেল, উপপ্রচার সম্পাদক শওকত আলী, কোষাধ্যক্ষ আলী রেজা সজল। এছাড়া কার্যকর সদস্যরা হলেন- যথাক্রমে শিরীন নঈম পুনম এমপি, নজরুল ইসলাম জোয়ার্দ্দার সোনা মিয়া, হাবিব উল্লাহ বাহার, হাসান কাদির গণু, আব্দুল ওহাব, আব্দুল মান্নান নান্নু, সিরজুল আলম ঝণ্টু, মাহফুজুর রহমান মঞ্জু, গোলাম মোর্তুজা, জহরুল ইসলাম জোয়ার্দ্দার, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, আসাবুল হক মালিক লল্টু, শাহ আলম, মজিবর রহমান, আব্দুর রহমান, শাখাওয়াত হোসেন টাইগার, মতিয়ার রহমান, রবি বিশ্বাস, আব্দুল কাদরে প্রধান, নূরুল ইসলাম, ইয়াকুব হোসেন, হেলাল উদ্দীন, কাজী খালেদুর রহমান অরুণ, শাহজাহান আলী পচা, খলিলুর রহমান ভুট্ট, শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহাদৎ হোসেন, আবু মুসা, সিরাজুল ইসলাম, আশাবুল হক আশা, সোহরাব হোসেন, আব্দুল লতিফ অমল ও অ্যাড. রফিকুল ইলাম রাণ্টু।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর শহরের টাউন ফুটবল মাঠে এক যুগ পর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২ সপ্তাহ আগে কমিটির অনুমোদন হাতে পাওয়ার পর গতকাল বুধবার সাংবাদিকদের কাছে প্রকাশ করা হলো কেন্দ্রীয় অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির নাম।