ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কনেজপুর গ্রামে গতকাল বুধবার রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৭টি পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় আগুনে ৩ জন দ্বগ্ধসহ বিভিন্নভাবে ১১ জন আহত হয়েছেন।
দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন- কনেজপুর গ্রামের সবেদ আলীর ছেলে মনজের, আবু সাইদ, সনজের আলী, ওমর আলীর স্ত্রী জহুরা, সাইদের স্ত্রী সারজিনা খাতুন, মনজের আলীর স্ত্রী সাজেদা খাতুন, গনজের আলীর স্ত্রী মাজেদা খাতুন, সবেদ আলীর মেয়ে তানজেদা খাতুন, নুরুল ইসলামের ছেলে রুহুল আমীন, তনজের আলীর স্ত্রী রাশিদা খাতুন ও তক্কলের আলীর স্ত্রী ছবিরন নেছা। ঝিনাইদহ দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রউফ মোল্লা বিষয়টি জানিয়েছেন।