স্টাফ রিপোর্টার: হাড়কান্দির ইসলাম উদ্দীনকে (৫০) চুয়াডাঙ্গা কুলচারা মোড়ের অদূরে মেরে আহত করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ডিঙ্গেদহ বাজারে ভুট্টা বিক্রি করে ভুট্টা বিক্রির নগদ ৫৫ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিরোধের মুখে পড়েন তিনি। তাকে মেরে টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ইসলাম উদ্দীন।
জানা গেছে, চুয়াডাঙ্গা কুলচারার শিশিরসহ বেশ কয়েকজন হাড়কান্দিতে তাস খেলা খেলতে যেতো। এ নিয়ে বিরোধ দানা বাঁধে। পুলিশি হয়রানীর শিকারও হয় বলে অভিযোগ উঠে। এসবের জন্য শিশিরসহ তাদের লোকজন দায়ী করে ইসলাম উদ্দীনকে। গতকাল কুলচারা মোড়ের অদূরে পেয়ে মারধর করে বলে অভিযোগ। ইসলাম উদ্দীনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।