দেশ বিদেশের টুকরো খবর : জঙ্গিবাদ-সন্ত্রাস কঠোর হস্তে দমন করবো : প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ-সন্ত্রাস কঠোর হস্তে দমন করবো : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ-সন্ত্রাস আমরা কঠোর হস্তে দমন করে যাচ্ছি, দমন করে যাব। কাজেই আপনাদের ওপর দায়িত্ব থাকবে, প্রতিটি এলাকার মানুষদের সচেতন করে দেয়া। গতকাল সোমবার বিকেলে গণভবনে ঢাকা মহানগরের আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতারা দেখা করতে এলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সবারই দায়িত্ব যে, আপনার পাশের বাড়িতে কী হচ্ছে। কোথাও কেউ এ ধরনের সন্ত্রাস বা জঙ্গিবাদের সাথে জড়িত কি-না…, সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

 

বোশেখ বরণে ঈমান নষ্ট হয় না : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বোশেখবরণে ঈমান নষ্ট হয় না, মুসলমানিত্ব যায় না এবং তা বেলাল্লাপনাও নয়। গতকাল সোমবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাঙালি সাংস্কৃতিক জোটের সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মী সমাবেশে প্রধান অতিথির ভাষণে আরো বলেন, একই ধর্মে বিশ্বাসী মানুষেরা নিজস্ব ভাষা ও সংস্কৃতিতে আপন আপন জাতি ও দেশ গড়েছে। ইনু বলেন, দেশজ সংস্কৃতিকে ভালোবাসা দেশপ্রেম, আর দেশপ্রেম ঈমানের অঙ্গ। সে কারণে বোশেখবরণকে বেলাল্লাপনার সাথে তুলনা ভুল। তিনি বলেন, একইসাথে বাংলাদেশকে নিজের সংস্কৃতির পথে এগিয়ে নিতে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের সম্পূর্ণ নির্মূল করতে হবে।

 

রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে পুলিশ গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় দায়িত্বরত অবস্থায় পুলিশের এক কনস্টেবলের গুলিতে অপর এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম হাবিবুর রহমান (২২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, বেতন-ভাতার দাবিতে আজ সোমবার সকাল নয়টা থেকে আন্দোলনে নামেন রূপনগর এলাকায় অবস্থিত মিল্ক ভিটার কর্মচারীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মিল্ক ভিটার সামনে পুলিশের দাঙ্গা দমন বিভাগের (পিওএম) একটি দল অবস্থান নেয়। বেলা পৌনে দুইটার দিকে অসাবধানতাবশত কনস্টেবল তরিকুলের শর্টগান থেকে একটি গুলি বের হয়ে হাবিবুরের পায়ে লাগে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে গুলিবিদ্ধ হয়। পরে হাবিবুরকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি বলেন, তরিকুলের দায়িত্বে অবহেলা ও অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রূপনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা একটি প্রতিবেদন দিয়েছি। বিষয়টি তদন্ত হবে বলে জানান তিনি।

 

বরিশালে গলায় ফাঁস দিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: বরিশাল মেট্টোপলিটন পুলিশের আল আবিদ (২০) নামে এক কনস্টেবল ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের আলিয়া মঞ্জিলে এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, আল আবিদের কনস্টেবল নম্বর ৮০১। তিনি জানান, আবিদ সকাল ৮টায় বরিশাল পুলিশ লাইনস থেকে শরীর চর্চা শেষে বাসায় ফিরে যান। এর কিছুক্ষণ পর দরজার ফাঁক দিয়ে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

 

লিবিয়া নিয়ে ভুল স্বীকার করলেন ওবামা

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফিকে অপসারণ পরবর্তী ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি না থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একে তিনি তার প্রেসিডেন্ট পদে থাকাকালীন সবচেয়ে বড় ভুল হিসেবে উল্লেখ করেন। সাক্ষাৎকারে হোয়াইট হাউসে থাকাকালীন বিভিন্ন উত্থানপতনের কথা উঠে এসেছে সাক্ষাৎকারটিতে। তবে লিবিয়ায় হস্তক্ষেপ করা সঠিক ছিলো বলে দাবি করেন ওবামা। ২০১১ সালে লিবিয়ায় সরকারবিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করা শুরু হলে জনগণকে রক্ষার কথা বলে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এক পর্যায়ে মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে অরাজকতা ছড়িয়ে পড়ে। দেশটির অনেক এলাকাই তখন ইসলামপন্থিদের নিয়ন্ত্রণে চলে যায়। এমনকি পাল্টাপাল্টি দুটি সরকারও গঠন করা হয় দেশটিতে। দেশের এই সংঘাতপূর্ণ অবস্থা এড়াতে বহু মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

 

শহরে একই দিনে ১১ জন আত্মহত্যা চেষ্টায় জরুরি অবস্থা

মাথাভাঙ্গা মনিটর: উত্তর কানাডার আত্তাওয়াপিস্কাত আদিবাসী সম্প্রদায় তাদের শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই দিনে ওই শহরে ১১ জন লোক আত্মহত্যার চেষ্টা করায় তারা এই ব্যবস্থা নিয়েছে। কানাডার গণমাধ্যমের মতে, গত মার্চ মাসে ২৮ জন এবং সেপ্টেম্বর মাসের পর থেকে শতাধিক লোক আত্মহত্যার চেষ্টা করে। তাদের মধ্যে একজন লোক মারা যায়। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একে হৃদয়বিদায়ক সংবাদ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, আমরা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাবো। কানাডায় আদিবাসীদের ১৪ লাখ লোক দারিদ্র্যের সর্বোচ্চ সীমায় বসবাস করছে। তাদের আয়ুষ্কাল কানাডার গড় আয়ুষ্কালের নিচে অবস্থান করছে। আত্তাওয়াপিস্কাত আদিবাসীর প্রধান ব্রুস শিশেশ বলেন, শনিবারে ১১ জন লোকের আত্মহত্যার চেষ্টা তাকে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য করেছে। কানাডার গণমাধ্যমের মতে, প্রথম জাতীয় সরকার এই সঙ্কট মোকাবেলার জন্য শনিবার একটি ইউনিট পাঠিয়েছে। আর দেশটির রাষ্ট্রীয় স্বাস্থ্য সংস্থার মতে, তারা দুজন মানসিক স্বাস্থ্য পরামর্শক এই ইউনিটের সাথে পাঠিয়েছেন। স্থানীয় সংসদ সদস্য চার্লি আঙ্গুস অভিযোগ করে বলেন, এই সঙ্কট মোকাবেলায় সরকারের কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 

লোহিত সাগরের দ্বীপ সৌদিকে ছেড়ে দিচ্ছে মিসর

মাথাভাঙ্গা মনিটর: লোহিত সাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি দ্বীপ সৌদি আরবের হাতে ছেড়ে দিচ্ছে মিসর। কায়রো জানিয়েছে, তিরান ও সানাফারি দ্বীপ দুটি সৌদি জলসীমায় অবস্থিত হওয়ায় তা রিয়াদকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সরকারের সমালোচকরা গুরুত্বপূর্ণ দ্বীপ দুটি সৌদি আরবের কাছে হস্তান্তর করার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। মিসরের মন্ত্রিসভার তরফে জানানো হয়েছে, দুই দেশের সমুদ্র সীমা বিশ্লেষণ করে দেখা গেছে তিরান ও সানাফারি সৌদি জলসীমার ভেতরে অবস্থিত।

 

রাশিয়ায় পুলিশ স্টেশনকে লক্ষ্য করে ত্রয়ী আত্মঘাতী বোমা হামলা

মাথাভাঙ্গা মনিটর: রাশিয়ার স্তেভ্রপল অঞ্চলের পুলিশ স্টেশনকে লক্ষ্য করে তিনজন আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। ইনডিপেন্ডেন্ট জানিয়েছে, পুলিশ স্টেশনক লক্ষ্য করে তিন জন ব্যক্তি তিনদিক থেকে আত্মঘাতী বোমা হামলা চালায়। এ বিষয়ে কোনো বিবৃতি প্রদানে রাজি হয়নি পুলিশ বিভাগ। প্রথমিক তথ্যে তারা জানিয়েছে, ৩ জন হামলাকারী পাঁচটির বেশি বিস্ফোরণ ঘটায়। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।