খবর: (চুয়াডাঙ্গায় এবার বিএডিসির প্যাকেটে নিম্নমানের ভুট্টাবীজ)
বলতে পারেন যাবেন কোথায়
আমরা হলাম শিকার,
সব সূচেরই পাছা ফুটো
দোষটা এখন দি কার?
ওপর তলা নিচের তলা
সব বাবাজি দুষ্ট,
হারাম খেয়ে আরাম করে
হচ্ছে ভীষণ পুষ্ট।
রুই কাতলার মাথা মোটা
যায় না কিছু বলাই,
পুঁটিমাছের ছোট পরান
ফাঁস দিয়ে দি গলায়।
-আহাদ আলী মোল্লা