মহেশপুরে বিধবাকে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুয়ালহুদা গ্রামে এক বিধাকে তার বাড়ি থেকে উচ্ছেদ করে দেয়ার অভিযোগ উঠেছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফতেপুর ইউপির গুয়ালহুগা আদিবাসীপাড়ার দু গ্রুপের বসতভিটা নিয়ে গোলযোগে বিধবা হিরা বালাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

হিরাবালা জানায়, বিরেন সরদারের ছেলে বাসু ও তার লোকজন মিলে ১০ এপ্রিল বিকেলে তাকে মারধর করে ঘর থেকে নামিয়ে দেয়। এ সময় তার টিভি, ফ্যানসহ আসবাবপত্রের ক্ষয়-ক্ষতি হয়। অপরদিকে বাসু পক্ষের লোকজন জানিয়েছেন, তারা তাদের নিজেদের যায়গায় আছে। হিরা বালা অহেতুক তাদের সাথে গোলযোগ করছে। এ বিষয়ে উভয়পক্ষ পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, তারা বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করবেন।