জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা পূর্বপাড়ায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিসহ প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন ঘটেছে। কিন্তু একটি চক্র দেশের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চক্রান্ত করে যাচ্ছে। তিনি দেশের এ অগ্রযাত্রা ধরে রাখতে আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় বিএনপি ও জামায়াতের ১২ নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আলী আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের প্রধান, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও যুবলীগ নেতা শামীম ফেরদৌস।