গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার স্ব স্ব রিটার্নিং অফিসার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে দুই চেয়ারম্যান প্রার্থী ও সাধারণ সদস্য পদের (মেম্বার) ৫ জনের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। ঋণ খেলাপী, নতুন ব্যাংক হিসাব না থাকা ও প্রার্থীর পূর্ণ বয়স না হওয়ায় মনোনয়পত্র বাতিল হয়।
ষোলটাকা ইউপির চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস ও রাইপুর ইউপির আব্দুর রবের নতুন ব্যাংক হিসাব না খোলার জন্য মনোনয়নপত্র দুটি বাতিল হয়। ঋণ খেলাপির দায়ে কাজীপুর ইউপি ৫ নং ওয়ার্ডের হাবিবুর রহমান, ষোলটাকা ইউপির ২ নং ওয়ার্ডের শহীদুল ইসলাম, রায়পুর ইউপির ৫ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন, সাহারবাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আব্দুল খালেক ও ২৫ বছরের নিচে বয়সের কারণে বামন্দী ইউপির ২ নং ওয়ার্ডের শামীম আহম্মেদ কালুর মনোনয়নপত্র বাতিল হয়।
এ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে ৫১ চেয়ারম্যান প্রার্থী, ৮৪ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও ৩৪১ জন প্রার্থী সাধারণ সদস্য পদে মনোনয়পত্র দাখিল করেন। এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি স্বতন্ত্র ব্যানারে দুটি ইউপিতে জামায়াতের প্রার্থীদের পাশাপাশি প্রতিটি ইউপিতে রয়েছে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থী।
গাংনী উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন জানান, আগামী ১৮ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।