কুড়ুলগাছি প্রতিনিধি: আগামী ১৪ই এপ্রিল ১লা বৈশাখ শুভ বাংলা নববর্ষ ১৪২৩ সাল। পহেলা বৈশাখ বাংলাদেশের বাঙ্গালীদের সর্বজনীন উৎসব। এই উৎসবকে এবার নতুন আমেজ নিয়ে এসেছে ‘সাজছে দেশ, হাসছে বাঙ্গালী জাতি, পুরাতনকে ভুলে গিয়ে নতুন বর্ষকে বরণ করে নিবে।’ সকল পাপাচার চলে গিয়ে মানুষে মানুষে ভাতৃত্ব বোধ জন্ম নিবে।
সকলের মাঝে এটাই শুভ নববর্ষের অঙ্গীকার। দেশি সাজে সাজার জন্য অপেক্ষা করছে গ্রামগঞ্জ, শহরের সবখানে চলছে পহেলা বৈশাখের প্রস্তুতি। এ উপলক্ষে দামুড়হুদার বিভিন্ন মার্কেটে জমে উঠছে ধনী-গরীব যে যার স্বার্ধ্য মতো করছে বৈশাখের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত দোকান গুলোতে লেগেই আছে উপছে পড়া ভিড়। এরই মধ্যে লক্ষ্যে করা যাচ্ছে গ্রামীণ শাড়ি, পাঞ্জাবী, রাখি, খোপা, চুড়ি, কেনাকাটা করছে একটু বেশি। তবে মার্কেটে এবার মহিলাদের ভিড় বেশি বললেই চলে। দোকানিরা এমন সব পন্য সামগ্রী সাজিয়ে রেখেছে যে কারোও দৃষ্টি আকর্ষণ করবে। এদিকে ব্যবসায়ীদের মাঝে চলছে পুরাতন খাতা-পত্র সরিয়ে, দোকানের বাকীপত্র গুছিয়ে নতুন করে ফু-ঝারা দিয়ে গুছিয়ে নিচ্ছে।