ছাগলে ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে কুড়ুলগাছিতে সংষর্ষ : আহত ৭

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছিতে ছাগলে ভুট্টা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের খামারিপাড়ার সিরাজুলের ছেলে বাংলাদেশ পুলিশে বর্তামানে মেহেরপুরে কর্মরত আছেন। মাসুমের বাড়ির উঠানে ভুট্টা রাখাছিলো। পাশের বাড়ির মজিবুর রহমানের ছাগলে ভুট্টা খাওয়ায় মাসুম ও তার ভাই এবং চাচাসহ দেশীয় অস্ত্র দিয়ে ৭ জনকে মারাত্বকভাবে জখম করে। গতকাল রোববার সকাল ৯টার সময় এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, মজিবরের ছাগলে ভুট্টা খাওয়ায় মাসুদের স্ত্রী খাদিজা ক্ষীপ্ত হয়ে মজিবরসহ তার পরিবারের লোকজনকে গালিগালাজ করতে থাকে। মজিবরের পরিবার গাল দিতে নিষেধ করলে পুলিশ সদস্য মাসুদ মুজিবরকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে মাসুদ তার পরিবারের লোকজনকে সাথে নিয়ে হামলা চালায় মুজিবরের পরিবারের ওপর। এতে মুজিবরের কলেজ পড়ুয়া মেয়ে জুই (১৮), চামেলী (১৫), মুজিবর (৫০), স্ত্রী ফাতেমা (৪০), ছেলে রাসেল (১৩), রাশেদ (১০) ও ঝর্নাকে (৪০) মারাত্বকভাবে জখম করে। আহতদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে মাসুদ পুলিশে চাকরি করে বলে তার ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না মুজিবরের পরিবার। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গার পুলিশ সুপার  সুপার নজর দেবেন বলে মনে করে এলাকাবাসী।