মুজিবনগর প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও গাংনী-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। তারা গতকাল সোমবার বিকেলে মুজিবনগরের বিভিন্ন কার্যক্রমের স্থান ঘুরে দেখেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।