মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর ওয়াপদার মোড়স্থ সদর থানা কৃষক লীগের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি মাহবুব- উল আলম শান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহসভাপতি আবুল হাশেম, সাংগাঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শরিফুদ্দীন নিকুল, গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, মুজিবনগর উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা পানি সেচ ও বিদ্যুত বিষয়ক সম্পাদক রেজাউল হক প্রমুখ।