জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে ভ্র্যমমাণ আদালত : মোমিন ফার্মেসির জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের মের্সাস মোমিন ফার্মেসির মালিক মোমিনুল হক মোমিনকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ভ্র্যমমাণ আদালত ২ হাজার টাকা জরিমানা ও ৩ ফাইল মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছেন। গতকাল রোববার বিকেলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নূরুল হাফিজ এ রায় প্রদান করেন।

জানা গেছে, আন্দুলবাড়িয়া বাজারের জুয়েলারী ব্যবসায়ী রজ্ঞিত মল্লিকের ৮ মাসের শিশু ছেলে অজ্ঞন মল্লিক গত ২৬ মার্চ অসুস্থ হয়ে পড়ে। তিনি স্থানীয় চিকিৎসক কামাল হোসেনের নিকট নিয়ে যান। তিনি সেবাপত্র দেন। ওই সেবাপত্র নিয়ে রজ্ঞিত মল্লিক স্থানীয় বাজারের মের্সাস মোমিন ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করেন। ১০০ মিলির সাসপেনশন ক্ল্যামক্স ওষুধটি শিশুটিকে সেবনের পর কান্নাকাটি নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। ফের শিশুটিকে চিকিৎসকের নিকট নিয়ে গেলে মার্চ ২০১৬ মেয়াদোত্তীর্ণ ওষুধটি সেবনের পর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে তিনি জানান। ক্রেতা ফার্মেসি মালিকের নিকট শেষ মেয়াদের ওষুধ দেয়ার কারণ জানতে চাইলে তিনি উল্টো ঝাড়ি দিয়ে ওষুধ বিক্রি করার বৈধতা রয়েছে বলে উগ্র আচারণ করেন। এরই প্রেক্ষিতে ওষুধ ক্রেতা রজ্ঞিত মল্লিক উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে ভ্র্যমমাণ আদালত ফার্মেসি মালিকের বিরুদ্ধে এ অর্থদণ্ডাদেশ দেন।