ডিঙ্গেদহ প্রতিনিধি: সন্ধ্যায় চোখের পলকে ক্যাশ বাক্সের তালা ভেঙে প্রায় দু লাখ টাকা চুরি হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ চুরির ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের মোকামতলাস্থ আতিয়ার রহমান মালিতার ম্যানেজার জাফর আলী বলেছেন, ঠিক মাগরিবের নামাজের সময় আমরা যখন ভুট্টা মাপজোক নিয়ে ব্যস্ত ঠিক তখন গদিঘরে থাকা ক্যাশ বাক্সের তালা ভেঙে ১ লাখ ৯৫ হাজার টাকা নিয়ে সটকেছে চোর। অবশ্য অতো টাকা ওইভাবে চুরির বিষয়টি নিয়ে অনেকেই বিশ্বাস অবিশ্বাসের দোলাচালে দুলতে থাকেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের মোকামতলায় রয়েছে বেশ কিছু ভুষিমাল ব্যবসায়ীর গোডাউন ও গদিঘর। আতিয়ার রহমান মালিতার গদিঘর সংলগ্ন গোডাউনে ভুট্টা মাপার কাজ চলছিলো। বেশ কিছু কৃষকের ভুট্টা ওজন নিয়ে ব্যস্ততার মাঝে মাগরিবের নামাজের পর পরই প্রতিষ্ঠানের গদিঘরে থাকা টাকা রাখার বাক্সের তালা ভাঙা দেখতে পান ম্যানেজারসহ উপস্থিত অনেকে। ম্যানেজার জাফর আলী জানান, ক্যাশে রাখা ছিলো ১ লাখ ৯৫ হাজার টাকা। টাকাগুলো চুরি হয়ে গেছে।