জীবননগরে যুবকের ওপর হামলা : ৬০ হাজার টাকা ছিনতাই : মোটরসাইকেল ফেলে পলায়ন

 

জীবননগর ব্যুরো: জীবননগরে মোটসাইকেলযোগে ৩ যুবক আচমকা হামলা চালিয়ে পিটিয়ে গুরুতরভাবে আহত করে বাঁশব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের নিকট থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা ছিনিয়ে পলায়নকালে তারা তাদের ব্যবহৃত মোটরসাইকেটি ফেলে যায়। আহত টুটুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে জীবননগর হাসপাতালপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, জীবননগর বসুতিপাড়ার আব্দুল হামিদ সন্টুর ছেলে মোস্তাফিজুর রহমান টুটুল বাঁশব্যবসায়ী। গতকাল সকালে সে হাসপাতালপাড়ায় একটি চায়ের দোকানে অবস্থান করছিলো। এ সময় একইপাড়ার শওকত আলীর ছেলে ইকতা, মকছেদ আলীর ছেলে মকুল ও বৈদ্যনাথপুরের জাহিদ সেখানে উপস্থিত হয়ে আচমকা টুটুলের ওপর হামলা করে। হামলাকারীরা টুটুলকে বেধড়কভাবে পিটিয়ে তার পকেটে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পলায়নকালে তারা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে যায়।