স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌর এলাকায় তরমুজ খেয়ে ফাহিম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই কারণে শিশু ফাহিমের পরিবারের আরো পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশু ফাহিমের বাবার নাম বাবু মিয়া। চরকাগমারা গ্রামে তাদের বাড়ি। এ ঘটনায় ফাহিমের বাবা বাবু মিয়া ও দাদা মোমিন অসুস্থ হয়ে পড়েছেন।
টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল ফকির জানান, শনিবার সন্ধ্যায় মোমিন বাজার থেকে একটি তরমুজ কিনে বাড়িতে নিয়ে যান। গতকাল রোববার বিকেলে সেই তরমুজটি পরিবারের সবাই এক সাথে খান। এর পরপরই শিশু ফাহিমসহ ছয়জন অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ ছয়জনকে উদ্ধার করে প্রতিবেশীরা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাহিমের মৃত্যু হয়। অসুস্থ বাকি পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।