ঐতিহাসিক ১৭ এপ্রিল ছিলো বাংলাদেশের প্রথম সরকারের শপথ

 

মেহেরপুর অফিস: অস্থায়ী বা প্রবাসী সরকারের শপথ দিবস নয়, ঐতিহাসিক ১৭ এপ্রিল ছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ দিবস। ১৭ এপ্রিল শুধু আওয়ামী লীগের একার অর্জন নয়। এটি গোটা দেশের অর্জন। এ সরকারের শপথ নেয়ার মাধ্যমে যে সরকার গঠন করা হয় সেই সরকারের নেতৃত্বে ৯ মাস যুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। আমরা পাই একটি স্বাধীন রাষ্ট্র। এটি একটি ইতিহাস। এ ইতিহাসটি তরুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। প্রথম সরকারের শপথ দিবসটি সফল করার লক্ষ্যে জেলার ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। যাতে এ দিবসটি সফলভাবে সম্পন্ন করা যায়।

গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে মুজিবনগর দিবসের বিশেষ বর্ধিতসভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। তিনি আরোও বলেন, মুজিবনগর দিবসের অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি বিভিন্ন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। আর অনুষ্ঠানটি শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে টেলিভিশনের মাধ্যমে উপভোগ করেন। তাই ওই দিন প্রতিটি নেতাকর্মীকে অনুষ্ঠানটি সু-শৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,  জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম,  মাহাবুবুর রহমান মধু, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. শাহাজান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহমেদ চুন্নু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহিন।