টিপ্পনী

খবর:(দোস্তবাজারের লিটনের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের অভযোগ)
আমরা কোথায় আছি
বন শুয়োরের অনেক
কাছাকাছি_
ও ছি ছি ছি;
বাঁচার উপায় কী?

আমরা ঘাতক খুনি
ঘোর আঁধারে সাজছি
ঋষী মুণি_
ছু মন্তর ছু
বললে কথা ক্যু।

আমরা রামের দেশে
কে যে কখন যাচ্ছি
ফেঁসে ফেঁসে
একদম চুপ চুপ!
কী ভয়ানক রূপ।

_আহাদ আলী মোল্লা
08.04.2016